দূর্বলে আঘাত এইতো বর্বর সিদ্ধ নিয়ম
কাঁটাতারে মারবে-আমরা যে নই লিয়ন!
নির্মমে কৃষক হত্যা-কথা নেই ইস্যু চাপে
ওরা কর্ণধার-মরে যায় আমাদের পাপে।


আপ্লুত ফেনী!এসো হে,আপ্লুত হই তবে
তারপর বলো,অমুকের কারসাজি সবে!
আবরার চেতনা মুছতে বুয়েটে হয় ডিল
চনপাড়া!সে তো সর্বময়-পেছনে সুশীল।


সিসাঢালা প্রাচীর হবার,ছিলো যে কথা
আমরা ডগমাপুরেই আছি লিপ্ত অযথা।
ভুলে গেছি আল্লার পথ,অপব্যাখ্যা ধরে
মুসিবত আসছে উড়ে আমাদের উপরে।


অবাধ্য জাতি-জুলোমে খোদায়ী আইন
উচ্ছিষ্ট কিতাব-গড়ছি নষ্ট জীবন মাইন।
মাটি জড়িয়ে থাকাটা হয়ে গেছে বিধেয়
স্ত্রী পরিজনে শস্যে তৃপ্ত,ধ্বংস বটে শ্রেয়!


আমাদের শিশুরা যে পথে চলবে সুদূরে
সে পথের লাঞ্ছনা ছুড়ে ফেলবো না ওরে!
যাচ্ছি প্রজন্ম রেখে নতুন ভবিষ্যৎ ঘিরে
থাকবে তো টিকে যুঝে ঐ ফেনীর তীরে?


১৭/১১/২০২২-আউশনারা,মধুপুর।