আমাদের নবাবী আমাদের সুবাদারি
আমাদের প্রিয় বাঙ্গালাহ!
ওড়িষ্যা থেকে বিহার,রাখাইন ঐ মালয় সাগর
আসাম ত্রিপুরা-আমাদেরই আন্দামান নিকবর
ভুবনেশ্বর থেকে পাটনা-আমাদেরই কলকাতা
দিসপুর-আগরতলা-সিত্তে আমাদের এই ঢাকা।
বাঙ্গালাহ!প্রিয় বাঙ্গালাহ!
অখন্ড বাংলার আমরা বাঙ্গালী
আমরাই বীর্যবান সেই বাঙ্গাল
আমাদের নবাবী আমাদের সুবাদারি
আমরা নই দিল্লির কাঙ্গাল!


লাঙল জোঁয়ালে রেশমি রুমালে শোন কান পাতি
বাঙ্গালাহ!বাঙ্গালাহ!আমরা বাঙ্গালী এক জাতি।
আমরা মুসলিম,আমরা সনাতনী,বৌদ্ধ বা খ্রিষ্টান
লড়েছি একসাথ,মরেছি,দেইনি কখনো পিছুটান।
বাঙ্গালাহ!প্রিয় বাঙ্গালাহ!
অখন্ড বাংলার আমরা বাঙ্গালী
আমরাই বীর্যবান সেই বাঙ্গাল
আমাদের নবাবী আমাদের সুবাদারি
আমরা নই দিল্লির কাঙ্গাল।


দিল্লির মসনদ,দিল্লির নি:শ্বাস এখানেই বাঙ্গালায়
বহিরাগত,ঠগ হামলে পড়েছিল এসে এখানটায়।
আমরা লড়েছি আমরা মরেছি,ছিলো না বিদ্বেষ
টিকি গজালো টুপি উঠলো-বাড়লো বঞ্চনা ক্লেষ!
বাঙ্গালাহ!প্রিয় বাঙ্গালাহ!
অখন্ড বাংলার আমরা বাঙ্গালী
আমরাই বীর্যবান সেই বাঙ্গাল
আমাদের নবাবী আমাদের সুবাদারি
আমরা নই দিল্লির কাঙ্গাল।


০৩/০৬/২০২৩ আউশনারা,মধুপুর।


বি.দ্র. অখন্ড ভারত অবশ্যই দূষণীয় নয় কিন্তু টিকি ত্রিশূলের হিংস্র আধিপত্য,মোল্লা টুপির হঠকারিতা,ক্রুসের বেলেল্লাপনা কিংবা বোধিবৃক্ষের অগ্নিবর্ষণমূখর অবস্থার মধ্য দিয়ে যদি অখন্ড ভারত চেতনাকে দাঁড় করানো হয় তবে আমি তাতে থুথু নিক্ষেপ করি।ধর্মীয় কলহ নিপাত যাক,ধর্মের শান্তি সর্বত্র বিরাজিত হোক।