চাকরি নেই যোগ্য নই,বাপের খাই ছাত্র ছলে
সমাজ বলে,“তোমার তো বিয়ের বয়স হয়নি!”
ধর্মহীনরা কর্ম ধরে নানান ছাতার কথা বলে
মেনেও ওরা মানে না,সময় বেটা বসে রয়নি।


রেডিমেড স্বামী হতে কুল কাঠেই পুড়ছি ক্ষত
সমাজ বলে,“বাধা নেই,চলে যাও ঐ পাড়ায়।”
পা বাড়ালেই পাচ্ছে সবে সস্তা দ্রব্য কত শত!
পাপের পথটায় যুবারা কি আর সাধে মাড়ায়?


কিসের পানে ছুটছি?দেখি ব্যার্থ হচ্ছে খাটুনি  
সমাজ বলে,“সম্পদ করো,বিয়েটা হবে পরে।”
সঙ্গিনী তো মানুষ না-হয় রাক্ষুসী নয় পাটুনী!
হৃদয় ঘরে কষ্ট চাপি কান্না করি কাতর স্বরে।


জিহাদ দেনমহরে জান্নাত আমার উম্মে জানি
সমাজ বলে,“যেনা নয় বিয়েতে আছে মানা।”
টাকার সাথে সম্পর্কে বেটি দিচ্ছে কোরবানী
ধর্মের কথা যতই বলি স্বার্থ চাবে ষোল আনা।


মিথ্যে যে মা আয়শা-হযরতের সংসৃতি শেষে!
পিতৃ ভিটায় বেটি থয় না দুদিন পর পাগলামি  
বিয়ে হলেই স্বামীর ঘাড়টায় দিবে এনে ঠেসে।
এই কি ভাই রেওয়াজ হলো?বলো মাতলামি।


সমাজই আজ সর্বদোষী,সাধুবাদ নেই কারও
খামোশ!তোমার জন্যই হেন দশা সমাজমূলে
তোমার যত,কমই আছে,চাচ্ছো তুমি আরও!
মুসাফির সতর্ক হও,স্রষ্টার বাণী যাচ্ছো ভুলে।


বিলাসিতা ছাড়তে যদি ফিরতে ত্যাগের পথে
ন্যূনতম জীবিকাতেই সানন্দে পেটে চলতাম
লক্ষ টাকার বেতনভোগী একাই যদি না হতে
সামর্থ্য আমারও হত,বিয়েটা করে ফেলতাম।


পাতি নেই,যোগ্য নই,মামা চাই না নশ্বর ভবে
সমাজ বলে,“হাত পা আছে,কাজ খুঁজে নাও।
জীবিকার জন্য একটু হারামখোর হতেই হবে”
বলি হে ভাই,ইনসাফের জুলফিকার দেখাও।


হতাশ নই আহত তবে,দ্বন্দ্ব নেই অল্পই পুঁজি
চাই না খেল তামাশার তুচ্ছ ধরার তিক্ত সুরা
রব্বাতুল বাইত এক কুররাতু আইয়্যুন খুঁজি
মুহসিনার জাওয আর লক্ষ্য শুধু হেরার চূড়া।


১১/০৩/২০২২-তাজগার্ডেন,কাচিঝুলি,ময়মনসিংহ।