ধরে নাও, আমাদের দেখাটুক
ছিল কোনো অযাচিত ভুলচুক;
বেলা গড়াতেই আর রইল না
আমাদের জমে ওঠা প্রেমটুক।


ধরে নাও, সবটাই ছিল ভুল;
দুরাশায় ফোটা আশাবাদী ফুল।
তাই হারানোর সুর অবেলায়,
আঁখিজলে ভাসালাম দুই কূল।


ধরে নাও, তুমি-আমি অচেনা;
পরিণামহারা কোনো রচনা।
নীলাকাশ রাঙানোর সাধ নিয়ে
এঁকেছি মনেই নীল বেদনা!


দেখো, আজ একসাথে চলা পথ
বেঁকে গিয়ে বাড়াচ্ছে দ্বৈরথ;
অভিমানী গণিতের ফলাফলে
চাপা পড়ে ‘ছাড়ব না’– এ শপথ।


শতরঙা দিনগুলো মলিন আজ,
মায়াবী রাতেও নেই চেনা লাজ;
অযথাই কথাকলি সাজানোর
নিয়ম ভুলতে খুঁজি নয়া সাজ।


এখন আর নেই শখের অনিয়ম,
বিস্মৃতির ভানে কাটে হরদম;
যাচনায় ছিলো সুখী উপাখ্যান,
যবনিকা পড়তেই তা খতম।