তেমন কিছু জমাইনি জীবনে।
কিছু ভবঘুরে সন্ধ্যা, কিছু আলাভোলা রাত;
অবেলায় পথে পথে নিরুদ্দেশ হেঁটে চলার ধাত।
ঠুনকো কথার ঝাঁপি খুলে পাতানো গল্পের আসর,
চায়ের ধোঁয়ায় উড়িয়ে যাই শত অসুখ-অনাদর।


কিছুই বুঝি জমাইনি জীবনে!
পথের ধারে ফুল কুড়ানো, মুহূর্ত আঁকা ফ্রেমে;
বিনাশ জেনেও অনায়াসে লুটে যাওয়া তার প্রেমে।
নিঘুম রাতে দালানের ফাঁকে জোছনার চোখাচোখি,
ভোরের ঝরা বকুলের মতো তোমার গন্ধ মাখি।


কী আর এমন জমালাম জীবনে!
দু-চারজন সরণির সাথী, ফাঁকা পকেটের বিলাস;
শূন্য উদরেও স্বপ্নালু মন কেনে উদার আকাশ।
অস্থির আঙুলে কি-বোর্ড চেপে শব্দের আঁকিবুঁকি,
নৈশব্দের মাঝেও শব্দ কুড়াই, ভানে ভালো থাকি।