নীল যদি হয় বিষণ্ণতার,
আমি তবে নীলের হব;
সব আনন্দ তোমায় দিয়ে
নিজের সুখেই বাধা হব।


হয়ে দেখো রূপবিলাসী,
আমি তোমার আয়না হব;
ভীষণ একলা লাগার দিনে
রাতদুপুরের বায়না হব।


হাত বাড়ালে চাঁদের পানে
জোছনা সেজে আসব ছুটে;
হব অবুঝ চাওয়া তোমার,
তারা যখন পড়বে টুটে।


ঝুমঝুমিয়ে বৃষ্টি এলে
শীতল দমকা হাওয়া হব,
জানলার ধারে বসা তোমায়
আচমকাই ভিজিয়ে দেবো।


মন খারাপের গল্পগুলোয়
অল্প সুখের কারণ হব,
হঠাৎ অশ্রু হানা দিলে
চোখের দৃঢ় বারণ হব।


বেলা পড়ে সাঁঝ ঘনালে
আমি অস্ত যাওয়ার গানে
মিশে গিয়েও রয়ে যাব
তোমার মনে খুব গোপনে।