দিন মিলায়, স্মৃতি বিলায়
কাঁটার বরদান;
অশ্রু হারায়, চোখের তারায়
ঝলকে অভিমান।


প্রিয় অসুখ দেয় যে কী সুখ,
পথ্য নাহি চাই!
ক্ষতের লালে, পোড়া ভালে
প্রণয় খুঁজে পাই!!


ভাঙা মুকুর, সুরেলা অ-সুর,
তারছেঁড়া ভায়োলিন;
গানের সাজে বিষাদ রাজে,
গুঁড়ো ছাই গত দিন।


রোজ প্রদোষে হতাশা গ্রাসে,
অহেতুক অজুহাত
তালাশি বৃথা, পুরনো কথা
ভেবে পার হয় রাত।


তবু নশ্বর আমিই ভাস্বর
জীবনের দুর্বিপাকে,
মরণ এলে এমন হালে
দুষব বলো কাকে?