তোমার হয়ে কাঁসার বাসন বলে উঠুক ...
বলে উঠুক গগন কাল মেঘমালা ...
তোমার হয়ে বলে উঠুক শহরে কাক ...
বলে উঠুক হাতের কাঁকন বালা ।
তোমার হয়ে বলে উঠুক রোদ ...
বলে উঠুক গরম চায়ের কাপ ,
তোমার হয়ে বলে উঠুক লাল দুটো আখি ...
বলে উঠুক ঠোঁটে ঠোঁট কামড়ানো রাগ ।
তোমার হয়ে বলে উঠুক আঁচল গুঁজা কোমর  ...
বলে উঠুক আঙ্গুলের শাসানি ,
তোমার হয়ে বলে উঠুক পায়ের নূপুর  ...
বলে উঠুক বুকে না নেওয়ার দাবড়ানি ।
তোমার হয়ে বলে উঠুক রাস্তার মোড়ের সার্জেন্ট  ...
বলে উঠুক রাষ্ট্র ,
তোমার হয়ে বলে উঠুক নাবালক সাবালক কিংবা বৃদ্ধ  ...
বলে উঠুক গণতন্ত্র ।
আমার হয়ে বলে উঠো তুমি ...
বলে উঠুক হাতের মেহেদী ...
বলে উঠুক অঙ্গের নীল শাড়ি ,
বলে উঠুক ভালোবাসা ...
বলে উঠুক হৃদয় ...
বলে উঠুক নাকের সাথে নাকের ঘষায় গরম নিশ্বাস ...
বলে উঠুক বিশ্বাস ...
বলে উঠুক ভালোবাসি ভালোবাসি ভালোবাসি  ।