সোডিয়ামের বাতি জ্বলে গেলে ...
তোর চুল হাওয়ায় উড়ে ,
আমি দাড়িয়ে দেখি লাল সিগন্যাল ...
বখাটে দল বেঁধে ঘরে ।
তোর গলিতে চেনা বুলিতে ...
আমি খুঁজে ফিরে কিছু কাক ,
ডিশের তারে ওরা বসে থাকে ...
আমায় তুই ডাক ।
বারান্দায় বাধা দড়িতে শাড়ির ঝুলেছে ...
ইজি চেয়ারে বসে পড়ছিস তুই জীবনানন্দ দাশ ,
গরম চায়ের কাপে আমার ঠোঁট ...
চিনি কম হয়েছে তা থাক ।
কপালে টিপ হলুদ মেখেছে ...
চশমা বসেছে নাকে ,
আমি তাকিয়ে দেখছি ...
তোর আঙুল নখে মেহেদী বেটেছে আমাকে ।
পায়ের আলতা চোখে লালটা অভিমান জুড়ে বুক,
কংক্রিটের এই নগরে আমিই যে তোর সুখ ।