কখনো যদি তুমি আসো ফিরে ,
কড়া নাড়ো হৃদয়ের দরজা ধরে ।
আশা জাগবে হৃদয়ে...
কেউ হয়তো দরজা খুলবে ,
তোমাকে জড়িয়ে ধরে...
আলিঙ্গনে আবদ্ধ করবে ,
তবে তুমি ভুল প্রমানিত হবে ।
আমাকে ফিরে পেলেও...
তুমি পাবে না আমার হৃদয়কে...
পাবে না সেই অনুভুতির পাগলামি খুঁজে...
আমার মাঝে ,
কর্তব্য পালনে ব্যস্ত হয়ে উঠবো...
শুধুমাত্র তোমাকে দেয়া কথা খাতিরে ।
তখন তুমি উপলদ্ধি করবে...
কি ভুল তুমি করেছিলে ,
সেই দিন আমাকে রিক্ত হস্তে ফিরিয়ে দিয়ে ।
হয়তো বলবে তখন তুমি -
"তুমি এতো ভালোবাসো আমাকে !"
জানিনা কি বলবো আমি তখন তোমাকে...
শুধু জানি নীরব থাকব সে ক্ষণে ,
অনুভূতি লুকায়িত রাখব...
মনের কোনে ।
আর বলবো মনে মনে -
"সেদিন তুমি ভুল বুঝেছিলে...
আজো ভুল বোঝো আমাকে ,
কেন এলে ফিরে ?
আমার গোচ্ছানো জীবনে...
চলে গিয়েছিলে যে জীবন এলোমেলো করে ।
ফিরে যাও...
ফিরে যাও তুমি...
তোমার সেই নদীর তীরে ,
যে স্রোতে তুমি গা ভাসিয়েছিলে ।
ফিরে যাও...
ফিরে যাও তুমি...  
অন্য কেউ আজ আমার প্রতীক্ষার প্রহর গুণে ।"