রাস্তার পাশে দাড়িয়ে থাকা ...
ঐ মেয়েটা নাকি পতিতা ,
ও পতিতা হল কীভাবে ...
ও কে গড়ল কে ...
করলো কে পতিতা !
কখনো তুমি আমি আমরা ,
এই প্রশ্নের উত্তর খুঁজি না ।
তোমার আমার আসে পাশের কেউ ...
ও কে গড়েছে ...
নাম দিয়েছে পতিতা ।
তবুও শুধু ঐ মেয়েই নষ্ট,
নষ্ট করে সমাজ,
নষ্ট করে পুরুষকে ...
ঐ মেয়ে কখনো ভালো হবে না ।
আর তাকে যে গড়ে তুললো ...
নাম দিলো পতিতা ,
ঐ পুরুষের তাকে গড়ে তোলার কারিগরের ...
কোনও নাম হবে না ।
কারণ সে পুরুষ,
এই সমাজ তার শোষণ করে ...
তাই তাকে কিছু বলে যাবে না ।
ওহে পুরুষ ভুলে যেওনা-
"যৌবনের চাহিদা মেটাতে গিয়ে তুমিও ততোটায় নগ্ন হও ,
যতো টা হয় একজন পতিতা ।"
তোমার আর তার মধ্যে তবে ...
পার্থক্য কি রইল পুরুষ ?
আমি তো তোমাকে নষ্ট ছেলে বলতে দ্বিধা করি না ।
নিজেকে বদলাও পুরুষ নিজেকে বদলাও...
না পারলে ঐ মেয়েটিকে পতিতা বলো না ,
কেনো না সে যদি প্রতি উত্তরে ...
তোমায় বলে পতিতা ...
তবে তুমি তা সহ্য করতে পারবে না ।