দরজার কাঠে ধরেছে ঘুন ,
স্মৃতির পাণ্ডুলিপি দেয়ালে দেয়ালে ...
বহু বছর ধরে দেখেনি চেহারা ...
ড্রেসিং টেবিলের ঐ আয়না ।
যতন করে আছে রাখা ,
তার মাঝে কপালের টিপটা ।
বইয়ের তাকে ধুলাপড়া ,
তোমার হাসিহীন ছবিটা ...
স্বরূপ ফিরে পেয়েছে মলিনতা ।
সূর্যের আলো জানালার গ্রিল ফুরে ,
ঐ বিছানায় মাখে না শরীর ...
কামনা বাসনা দুমরে মোরে ...
হৃদয়ের ছোট কুঠিরে ।  
কবে কবে তোমার সময় হবে ...
তুমি আসবে ফিরে ,
বসন্তের পর বসন্ত যাচ্ছে চলে ...
মৃত্যু কি সময় দেবে ।