কবিতা আসবে কি ফিরে !
এই বুনো হাঁসের শহরে ,  
স্বার্থের মিছিলের মানুষগুলোর পায়ে পায়ে ।


কবিতা হাঁটবো কি কংক্রিটের বারান্দায় !
যেখানে দু'ফোঁটা বৃষ্টির জল ভেজানোর অনুমতি চাই ।
বাতাসে নির্মলতা নেই আছে ধুলার আশ্বাস ,
এমন বাতাসে কবিতা নেবে কি নিঃশ্বাস !


প্রেমিকের হাত ধরে প্রেমিকা হয় পতিতা ,
এমন শহরে জন্ম নেবে কি কবিতা !


এখানে নেই কোনো সবুজ গালিচা ,
পিচঢালা পথ ধরে হাঁটবে কি কবিতা !


জানালার কার্নিশে এক জোড়া চোখের অপেক্ষা ,
ঘটবে কি অবসান তার আসবে কি কবিতা !


মোজায়িক করা ফ্লোরে পাদুকা পড়া ,
কাঁদা মাখা পা ছেড়ে নাচবে কি কবিতা !


মিনি স্কার্টের ভীরে কমে গেছে শাড়ির কদর ,
কবিতা আমার পড়বে কি...
কিভাবে তারে করবো সমাদর !


হালের চাকায় পিষে গেছে আপন সত্ত্বা ,
কবিতা আমার করবে না তো আত্মহত্যা !


মানুষের মুখোশে অমানুষের ভিড় ,
কবিতার সতীত্ব থাকবে তো স্থির !


কবিতা তুমি আসবে কি কবিতা !
কংক্রিটের জঙ্গল বড় অদ্ভুত বড় অচেনা ,
কবিতা তুমি আসবে কি কবিতা !!