তুমি ভুলে গেছো,
যে মাটির বুকে...
তুমি চিন্তাহীন ভাবে পা রেখো হাঁটছো...
সে মাটি শুষে নিয়েছে ত্রিশ লক্ষ বাঙালীর রক্ত।


তুমি ভুলে গেছো,
যে বাতাসে তুমি মুক্তভাবে শ্বাস নিচ্ছো ...
সে বাতাসে মিশে আছে ...
ত্রিশ লক্ষ বাঙ্গালীর আত্মত্যাগ।


তুমি ভুলে গেছো,
যে ভাষায় তুমি প্রতি মুহূর্তে অনর্গল কথা বলছো ...
সে ভাষার জন্য প্রান দিয়েছে ,
সালাম,বরকত,রফিক,জব্বারসহ ...
না জানি আরো কতো ভাষা সৈনিক।


তুমি ভুলে গেছো,
যে স্বাধীনতার বড়ায় করে...
তুমি বলো -  
"আমি বাংলাদেশী।"
"আমি বাঙ্গালী।"
নিজেকে কখনো কি প্রশ্ন করেছো-
"সে স্বাধীনতার কতোটুকু সম্মান আমি দিতে পারছি?"
বীরের জাতি বলে...
যে জাতির সাথে তোমার আত্মাবন্ধন আছে...
রক্তের বন্ধন আছে...
বলে দাবি করে যাচ্ছো প্রতি নিয়ত,
সে বীরের সম্মান...
তুমি ধুলোয় মিশিয়ে দিচ্ছো না তো?
অন্যায়,অবিচার,লুট-পাট, খুন, ধর্ষণ...  
সদ্য জন্মানো শিশুর মতো দেখে যাচ্ছো...
নির্বাক দর্শক তুমি,
ধ্বংসের খেলা দেখছো।
তবে কেনো ত্রিশ লক্ষ প্রান আত্মত্যাগ দিলো?
তারা কি এমন দেশ?  
আর এমন জাতি চেয়েছিল?