যদি বরষায় হয়ে উঠো আমার বৃষ্টি ভেজার গান
যদি আঁধার রাতের বুক চিঁড়ে হও জোছনা ঝরা চান
যদি আলোর পিদিম সাঁঝবেলায় হও, করতে কুটির আলো
সহস্র যুগ ধরে তোমায় বাসতে চাইবো ভালো।


যদি কদম তলার ফুলঝুড়ি হও, ঘ্রাণের অন্য বেশ
যদি রাতের কালোয় জোনাকি হও, একটু আলোর রেশ
যদি সুরের রাগে সপ্তশীষ হও, কণ্ঠে কোকিল কালো
সহস্র যুগ ধরে তোমায় বাসতে চাইবো ভালো।


যদি শীতের শিশির ঘাস ডগায় হও, মুক্তো দানার মতো
যদি বকুল তলের ফুলগুলো হও, বিছানো তারা শতো
যদি হাওয়ায় উড়া ওড়নাও হও, মুখ ছুঁয়ে যাও কারো
কষ্ট-দুঃখের মুর্ছনাতেও ভালো বাসতে চাইবো আরো।


যদি শুরুর মতো শেষটুকু হও, শ্বাস-প্রশ্বাসের সাথে
যদি ছায়ার মতো সাথেই থাকো দিনে কিবা রাতে
যদি এপার-ওপার দুই জগতেই হাতটি ধরে থাকো
তবে ভালোবাসায় মানবো না হার বিশ্বাসটুকু রাখো।