যদি অপবাদ পাই নিশি ভাঙার
কিচ্ছুটি হবে না মোর
অনেক অশ্রুতে মিটাবো তাহা
তবুও আসুক ভোর।


যদি হয় শেকলে জব্দ হাত
দিবা যামীনির বেশও ধরে
মুক্তির স্বাদ পেতে তবুও
জাগবো কয়েক জনম পরে।


যদি বাকরুদ্ধ হয় সব
ভয় কীবা কারো রোষে
সব জ্বালানোর প্রস্তুতি নিবো
সব আবার উঠবে ফুঁসে।


যদি মুছে দিতে চাও আমায়
ধরার বুকটি থেকে
তবে হাজার অঙ্কুরে তুলবো মাথা
জুলুমের হিসেব রেখে।