ক্ষমতা কার কাছে বুঝে-শুনে নাও মন,
শেষ দিনের সিংহাসনে কে সেই মহাজন?
কে বা রাজা, অধিপতি কর্তৃত্ব সব কার?
কার তরে সবকিছু, সম্পদ সমাহার?


ক্ষমতার ভয়ে কার পা ছেটে চলছো?
না বুঝে ভুল-ত্রুটি কী জানি কী বলছো।
হারামকে হালাল আর কতোদিন করবে?
হিসেবের জীবন যে অচিরেই ঝরবে।


মিছে এ নেওয়া-দেওয়ায় উবে গেছে সব বোধ।
শেষদিনে দয়াময়ের কী দিয়ে মিটাবে ক্রোধ?
হিসেবের খাতা দেখে অতীতে ফিরে যাও।
কর্তার আসনে কে যে আছে জেনে নাও।


কিতাবের পাতা খোল কী বলেছে দেখো রব,
চিন্তায় আসেনি তো আরো আগে এতোসব।
মিছে কতো প্রভু মানো হিসেব তো নেননি,
কর্তৃত্ব ভাগ করে কাউকে তো দেননি।


তবু দেখো মন আমার! তাগুতের ভয়ে
সত্যকে লুকিয়ে নির্বোধ হয়ে
বেঁচে থাকা অবিরাম ইদুরের মতোই।
এটা কী আর বেঁচে থাকা বয়স হোক যতোই?


রবের গোলামী করার সময় কী হবে?
মিছে এ জঞ্জাল পায়ে ঠেলে কবে
প্রভুর কর্তৃত্ব আবার মেনে নেবে তুমি?
শাশ্বত বিধানকে বুকে নিবে চুমি।


মোহাম্মদ মাহবুবুল আলম
১১ শাওয়াল ১৪৪১