ঐ সমুদ্র ঐ নোনাজল আর ঐ অ্যালবাট্রোস
আমাকে যাযাবর হতে বলে,
হতে বলে সমুদ্রের উন্মাদ নাবিক।
আমি দূর স্বপ্নবিলাসী হয়ে-
সমুদ্রের গর্জনে আমাকে বিভোর হতে দেখি।


আমি ঐ নোনাজলের তীব্র প্রখর স্বাদ পাই
আমার গণ্ডদেশে শিরশিরে জ্বালা অনুভব করি।
তবুও আমি বেঁচে থাকার আকুতিতে,
নীল তিমিকে স্বাগত জানাই....


আমি দূর শুশুকের খেলায় কারো ছল দেখি
আমি সমুদ্রের ভালোবাসায় দূরে ভেসে যাওয়ার
দূরে হারিয়ে যাওয়ার এক উন্মত্ত স্বাদ পাই।