দু'ফোটা জল গড়ায়েছিল চোখের কোণে;
কেউ দেখেনি ফিরে একটিবার
ক্ষুধার কষ্ট জ্বালিয়েছিল অনেক
চোখের সামনে করেছিল আধার।


উষ্ণ শয্য ছিল না কো তার;
কেঁপে কেঁপে করেছিল শীত পার।


বেদনা ছিল পাহাড় সম বিশাল;
কেউ দেয়নি বাড়িয়ে দু'টো হাত
কষ্টের অনলে বহেছিল বারি চোখে
হৃদয়টা ও কেঁপে উঠতো হঠাৎ।


পরনে ছিল না শালিন কোন পোশাক;
কেউ নেয়নি তার কষ্টের ভাগ।


হৃদয় ছিল অনেক অনেক বড়;
সম্পদ ছিল না, ছিল না কোন ভাব
ললাটে আঁকা শুভ্র চিন্তারেখা
ধরার মাঝে এটার নাম-ই অভাব।