অন্ধকার আর অনিষ্টতে চেয়ে গেছে দেশ
দেখতে পাচ্ছি চোখের সামনে হাজার রকম বেশ
ভালোর মুখোশ পরে আজি ঘুরে বেড়ায় যারা
তারা নয় ভালো অতি খারাপ কিছু ছাড়া।


আজ যারা চড়ে আছে দেশ শাসনের ইজলিসে
তারা তো শুধু শোষন করে শাসন নামের বেশ ভুসে
ঘুম ধরেছে প্রশাসনে, শিক্ষাতে আর সংসদে
ঘুম ভাঙাতে কেউ নেই আজ, কেউ চাপে নি মসনদে।


কেউ আছে খেলা নিয়ে, অন্যতে কেউ মত্ত বেশ
এভাবে কি ফুরাবে দিন কারো মাঝে নেই চিন্তার লেশ
ধরার মাঝে এলাম কেন, কে পাঠালো হায়
ভুলে আছি ধর্ম কর্ম, অ-কর্ম করেই তো দিন যায়।


কাটছে কাটুক দিন তো বেশ, নড়েচড়ে লাভ কি আর
এমন করে ভাবনা ভেবে পাবো কি পার বেশিদিন আর
কত শত খারাপ কর্ম অহরহ ঘটিয়ে যাই
ভাবি না তো অল্প সময়, পাবোনা তো বেশিদিন ঠাঁই।


চিন্তা করে দিন কাটাই, চিন্তাতে কাজ হয় না আর
চিন্তার মাঝে ফাঁক খুজে নেয় শয়তানের ই কাজের ভার
সাধু সাজাই নিজেকে আর করি কত পাপাচার
পরের ঘাড়ের মাথা গুনি নিজের টাতে কয়টা আর।


এভাবে আর দিন যাবে না, আটকে যাবো কিছু পর
ছেড়ে দিয়ে যাবো চলে মায়ায় বাধা বাড়ি ঘর
একটু পরেই বাজবে আমার শেষ বিদায়ের ঘন্টা ভাই
সময় থাকতে সুধরাবো নিজ একটু যদি সুযোগ পাই।