কিছু সময় যদি এমন হতো!
কাঁচের দেয়ালের ওপারে জমে থাকা বৃষ্টির কণার মতো
কিছু সময় যদি এমন হতো‍‍‍!
যেখানে সবার হারিয়ে আছে ভালো লাগার স্মৃতি শত।


কিছু মেঘ যদি এমন হতো!
যেখানে কালোর মাঝে রং খেলাতো মনের মতাে
কিছু মেঘ যদি এমন হতো!
যেখানে বৃষ্টিরা রং এর মাঝে মন হারাতো।


কিছু আলো যদি এমন হতো!
যাদের আড়ালেও অন্ধকারের আভা থাকে
কিছু আলো যদি এমন হতো!
যাদের আছে সুখের ঝিলিক পাতার ফাঁকে।

কিছু ইচ্ছে যদি এমন হতো!
নিজেকে উড়িয়ে দিতাম নীল আকাশে
কিছু ইচ্ছে যদি এমন হতো!
নিজেকে বিছিয়ে দিতাম সবুজ ঘাসে।


কিছু ভালো লাগা এমন হতো!
যার মাঝে খারাপ থাকাও ভালোর কাছে
কিছু ভালো লাগা এমন হতো!
হেসে হেসে মিশে যেতাম সবার মাঝে।


সবকিছুই যদি মনের মতো এমন হতো!
ভালোবাসা ভালোলাগা মিশে যেতো
সবকিছুই যদি সবার মনের মতো হতো!
পৃথিবীটা কতই না সুন্দর হতো।