আমি হেয়ালি কাক
বার বার উদ্দাম হারিয়েছি চেষ্টায় চেষ্টায়!
আমি উদ্বাস্তু মুসাফির
আমি এক অনন্য উদ্বায়ী তরুণ।


আমি নতুন রক্তের লবণাক্ত স্বাদ
আমি দীর্ঘ পথের অগোচালো পথিক,
আমি জাহান্নামের কীটেদের খাদ্যবশেষ
আমি উন্মাদ, আমি পথহারা।


আমি হাজার বছরের ব্যর্থ চেষ্টা
আমি দীর্ঘ সময়ের বিদেহীদের উত্তরসূরী।
আমি নতুন পথচলা-
আমি উদ্বাস্তু মুসাফির।


আমি বাধাহীন উত্তাল সমীরণ
সবুজ পত্র পল্লবের দোল খাওয়া,
আমি বর্তমান, আমি দূর ভবিষ্যৎ
আমি সহস্রাব্দের ইতিহাস।


আমি ভয়ের চিহ্ন, শান্তির দূত
আমি সবার উদ্দীপনা,
আমি নতুন করে শুরু
ভেঙ্গে না পড়ার হাজারো গল্প।


আমি উদ্বাস্তু মুসাফির
আমি পথের ধূলোয় জমে ওঠা কাল্পনিক সত্তা,
আমি সত্য, সাম্য, ঐতিহ্যের গান
আমি অগণিত মানুষের ভালোবাসা।


আমি হার না মানা উচ্ছ্বাস
আমি ক্লান্তি-কাতর দিনের অবসান,
আমি স্বপ্নের শুরু
আমি উদ্বাস্তু মুসাফির।


আমি বার বার ফিরে দেখা
আমি কষ্ট-শ্রান্তির টানাপোড়েন,
আমি জীবন আর অর্থবহ জীবন
আমি উদ্বাস্তু মুসাফির।


আমি তরুণ, আমি সবুজ
আমি সবার বেড়ে ওঠার গল্প,
আমি সফলতার আন্তিমটুকু
আমি জীবনের জয়জয়কার ধ্বনি।


আমি শক্তি, আমি সূর্যালোক
আমি আমার মাঝে অন্য মানুষ,
আমি আকাশ ছোঁয়ার অভিযান
আমি বার বার ধ্বনিত...
ধিক্কার পাওয়া উদ্বাস্তু মুসাফির।