কিছু ভাঙা দালান, পাঁজর বের হওয়া সারি।
যার অপভ্রাংশ দেখে জাগবে অতীত মনের কোণে,
বাস্তবতা আজ স্বপ্নের মতো বিমূর্ত সাদা কালো
কিছু সময় হাহাকার,সাথে কারো হা হা অট্টহাসি
শুভ্র কাগজ লাল রক্তের দাগে হয়েছে অনেক লাল
সভ‌্যতার ইতিহাস আজ আবারো অতীত কাল।


যে সময় ছিল যুদ্ধ বিগ্রহ,কাটাকাটি,প্রবাহিত হতো খুন
ভেবেছিলাম সে সভ্যতায় ধরেছে হয়তো গুন,
কিন্তু আজ এতো যুগ পরে অতীত এসেছে ফিরে
নতুন কে পুরোনোর ঘ্রাণ ধরেছে শক্ত করে।
এই জরাজীর্নতায় আসবে না কী তরুন কেহ আজি?
আমাদের নবযৌবনা বর্তমান আজ গ্লানি তে পৌঁছেছে
হাল ধরার মতো সোনালী কালের আসবে এগিয়ে কে সে?


আমরা বাঙাল ভুলে বসে আছি আমাদের জয়গাথা
জমিয়েছি পাড়ি সোনার সোপানে- তথা হতে যাই কোথা,
ঘরের কোণে বেধে রেখেছি নিজ নিজ সাজানো আশা
কি হবে ভেবে না পাই যে কূল না পাই খুজে ভাষা।
আমাদের আজ ধ্বংস এসেছে কি ভাবে হবো পার,
নতুন করে বাধবো সোপান ধ্বংসাবশেষ আছে যার।