আমার তো আর বিচার দেওয়ার নেই অবকাশ
কখন কোথায় হারালাম পথ, কোথায় বসবাস!


উপর থেকে সাদার মুখোশ সবটা জুড়ে
ভিতরটাকে গুনে পোকায় খাচ্ছে কুড়ে।
নিজেই করি তোষামুদি নিজের পরে-
সহজাতকে ছাপিয়ে শুধু যুক্তি ধরে।


দুনিয়া আমার সবটা নিলো—আছে জমা এই অজুহাত
সবটুকুতে আমিই দায়ী—এটা ভেবেও হই কুপোকাত।


তাণ্ডবেরা ছেয়ে গেছে ঝড়ের আগেই
নিত্য নতুন ঢেউ তুলছে ছন্দ রাগেই
কুড়ানো পুঁজির হচ্ছে ধীরে স্বাস্থ্যহানি
দিনশেষে ভর করে এক আত্মগ্লানি।


যদি হঠাৎ মুছে যাই ঠিক ধোঁয়ার মতো এমন করে
কী হবে শ্বাস ফুরায় যদি এমনিভাবে ক্ষাণিক পরে!


ক্ষমা কী আর হবে আদৌ এতোর' পরে?
আদিম কালোর উঠছে ধোঁয়া হৃদয় ঘরে
লাগামছাড়া হলো যে তা এই অবেলায়
আত্মগ্লানি ভাসবে কি আর ক্ষমার ভেলায়!