তোমার নদীকূলে খরকুটা হয়ে ভাসার নিতান্তই অধিকার দিলে
কেড়ে নিলে সবটুকু বাকী যা ছিল তা ও তোমার অন্তরালে-
তোমার চুলের শিষ কাটা সমীরণও অধিকার চায় আমার বদন ছুঁতে!
সন্ধ‌্যা হার মানলেও তোমার চুলের কালোতে,
অশ্রুরা বাঁধ মানেনি আধার কিবা আলোতে-


আমার নতুন জন্ম অবধি তোমার অপেক্ষা বিরাজমান
তোমার মন খরস্রোতা নদী বহায়, তাতে ঠাঁই মেলেনি তখনও
তুমি অরুপ উর্বশী উন্মাদিনীর বেশেও আমার রানী
তবুও তুমি স্পর্শের ঊর্ধ্বে থেকে যাও বারে বারে।


আমার রজনী চাঁদ দেখতে অভ্যস্ত নয়, তুমি আলো ছড়াও না বলে।
তোমার ভালোবাসায় জড়িয়েও বাধা, কারণ তুমি পবিত্র
তুমি সবার অগোচরেই আমার দৃষ্টিগোচর হও
সব উপেক্ষা ছুঁড়ে ফেলেও দেখি-
সেই কুয়াশায় তোমার বিচরণ।
বুঝতে পারি আমি, মন বলে- তোমায় ছুঁতে বারণ।