এই নগরীর ধূলো,দূষিত মেলা
   অন্ধকারাবৃত সমাজ,নোংরা খেলা
জঞ্জাল ড্রেইনিং,বিষ পানি
   বইতে বাধ্য শোষণের গ্লানি।
বিলুপ্ত অরণ্য,বিলুপ্ত প্রায় বিচিত্র প্রাণী
   সহস্র প্রাণ নিয়মিত হচ্ছে হয়রানি।


  
চাঁদা-ভ্যাটের সাইনবোর্ডে,
       খোয়াতে হচ্ছে অন্ধের নড়িকে।
শাসনের নামে চলছে শোষণ
       ভূয়া বক্তার জ্বালাময়ী ভাষণ।
হলুদ মিডিয়াকে দিচ্ছে ফাঁকি
     টিভির সংবাদ..?সবই মেকি।
নগরী যখন নিস্তব্ধ নিশ্চুপ
    উন্মোচিত হয় মধুর শ্রী'র ভয়াল রূপ।
সমধিকার আন্দোলনে করেছে যারা শ্লীলতাহানি
     মিডিয়ার সামনে তারাই আবার শোনাচ্ছে শান্তির বাণী
অত্যাধিক বেহায়াপনা আর কুরুচির নব্যতা,
এই হল সভ্যতার বেশে আমাদের দূর্লভ-প্রকৃতির অসভ্যতা!