মানবতা তুমি লুকিয়ে কোথায়?
পাওয়া যায় না তোমায় হেথায়
যেথায় নিষ্পাপ কলিজা ছিড়ে ঝরে রক্ত ,
বিধ্বস্ত মাতার চাপা ক্রন্দনে অশ্রু হয় শিক্ত।
যখন লাশের স্তূপে সৃষ্টি রক্ত-বন্যার
হিয়া দোলে চাহনীতে  পিতা-মাতা-পুত্র-কন্যার।


থাক না তুমি সংখ্যা-লঘুর বাড়ি-ঘরে হামলায়
পালাও তুমি গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গায়।
আক্বসার মা-বোনদের সম্ভ্রমহানী তোমার চোখে পড়ে না,
কি বলব হয়তো বা তুমি দেখেও দেখ না।
কই যাও তুমি যখন মালিতে নিষ্পাপরা মরে অকাতরে যথা-তথা,
ফিরে আসো তখন যখন বলা হয় বদলার কথা।
তোমায় আমি দেখিনি কাশ্মীর কিংবা আরাকানে,
ছিলে না তুমি গাজা,সিরিয়া কিংবা আফগানে!
ভূয়া বক্তার ভাষণে তুমি উপস্থিত
উপস্থিত তুমি কথিত যুদ্ধাপরাধীর সাজায়।
মানবতা থাকো তুমি প্রাসাদপ্রমাণ সেমিনারে
অবারিত ঘুরতে থাকা টিভির রিমোটে,
সাংবাদিকের প্রেস ব্রিফিঙে
কিংবা ফেসবুকের কাভারে।
ফিরে এসো মানবতা,
বাঁচাও এই সভ্যতার বেশে ঘুরতে থাকা নগদ অসভ্যতা।
যদি তা সম্ভব নাই বা হয়,
তবে দয়া করে সুবোধ বেটা কে পাঠিয়ে দিও।