রাত্রি কি আর কি দিবস
চলছি আমি মুসাফির,অজানা গন্তব্যে.
সুবাহ কি আর সন্ধ্যে কি
পথ-ঘাট পেরিয়ে যাত্রা সমুদ্র-অরণ্যে।
বিস্তৃত ধরার নেশার তাড়না
পর করেছে সর্ব যাতনা-স্পর্শকাতরতা।।
পা ফেলতে চাই রবিন্সন ক্রুশো কিংবা কলম্বাসের পদ চিহ্নে,
বনতে চাই আরাবিয়ান নাইটস 'সিন্দাবাদ'এর বাস্তব চরিত্রে
মেরুপ্রভার ম্লান আলোতে কুয়াশা-চাদরে বেরিয়ে পড়ি নিয়ে নতুন উদ্দম
কি জানি কি ভেবে গৌধূলীতে ঝেঁকে বসে একরাশি হতোদ্দম..
তবু থামার পাত্র আমি নই
যখন আমি ভবঘুরে
ঘুরতে থাকি জগৎজুড়ে।
ইষ্টিশন,চত্বর কিংবা রেডলাইটের নিচে
অভিযোজন করে নিই যেখানে অন্ধকার আসে।
ক্ষুৎপিপাসার চাহিদার ও একই হাল
দিব্যি চলে সস্তা বান-রুটি কিংবা সবজি-চাল.
ময়লা টি-শার্ট, ছেড়া জিন্স আর উষ্কো-খুষ্কো চুল
হাঁটছি আমি এলোপাথাড়ে জানা নাই কোনো কূল.
কোনো এক গভীর নিশিতে ভাবি আকাশকে নিয়ে
আগলাচ্ছে কত নিঁখুত ভাবে সূর্য-চন্দ্র-নক্ষত্রগুলিকে..


সত্যিই বুঝি, নীহারিকা-নক্ষত্রগুলি ভীষণ ভাগ্যবান
অজ্ঞাত কোনো জাজাবরের মতো হারিয়ে যাওয়ার নেই তো কোনো চান্স।
হারিয়ে আর যাবো কোথায়?
ধরণি আমার,আমি ধরণির।