নাহ্ !
রক্ত দিয়ে তোমার নাম লেখার ইচ্ছে আর নেই ।
চুলের রঙ, রাস্তার দৈর্ঘ্য দুটোই বাড়ছে বড়ো ।
নাহ্,
ত্রিভুবন হেঁটে বেড়ানোর কোন পরিকল্পনাই নেই
ঘাড়ের উপর মুণ্ডু বোঝা'টা এখন ভারী বড়ো ।


হে প্রেয়সী, সুযোগ দিলাম
যতো পারো ধূলো ছোড় ।
কবেকার আমফান বয়ে গেছে কোন দিকে
খেয়াল কী আছে কারো
হে নর্মসখী,
মন ভরে কালি ছোড় ।
কার নিব ভেঙে ছিল ! কার কী যায় আসে বলো ।


বাড়া ভাতে ছাই দিয়ে গেছে মহা বৈরী
তাতে আর ক্ষোভ নেই । রোষ নেই ।
লঙ্গরখানায় ফুটছে ইলিশের ঝোল
খুব মজা করে খাবো ।


হে প্রণয়ী , সুযোগ দিলাম।
উল্কাপিণ্ড ছুঁড়ে মারো ।