বিষাদের ঘ্রাণে থমকে যাওয়া আকাশের প্রান্তরে
বহু রাত কাঁদে প্রতীক্ষায় ।
কিছু কথা, কিছু গান আজও বাকি রয়ে যায় ।
ওগো নীল নীহারিকা
তুমি শুনে যাও , একরাতে হবে না সারা ।


পৃথকের খেয়া ভেসেছে বহুদূর,
উজানে স্থিতিশীল মন আমার,তুমি ভাটিতে গতিহারা ।
প্রতি ক্ষণ, প্রতি পদে অন্তরে চুপকথা গান বাঁধে-
তুমি ছাড়া আমি দিশেহারা ।
এ কথা যে হয়নি বলা...


সময়ের করতালি স্মৃতিতে মারে টান,
চুপের বদলে বলা যেত এক কথা-
এ চোখে আমি কী নই প্রাণ ভোমরা ?
অসহায় বড়োই কী তুমি, আমার একলা শুধু চাওয়ায়?
যাও পাখি উড়ে, দিগন্ত নীলিমায়,
তোমাকে পাওয়াই যে বড়ো পরাজয় ।


বিরহী হৃদয়, কথা ভুলে যায়,
তুমি কথাকে মাড়াও কথায় ।
শুধু শুনে যাই হে সখী ভালোবাসা...
উত্তরে দোষ ভারে মাথা নত থাক,অন্তরে থাক চুপকথা।
শেষ ভিড়ে শুধু বলে যাই ,তুমি ভালো থেকো প্রিয়ম্বদা ।


রচনাকাল-২৫|০১|২০২০