টিক্ টিক্
এগুচ্ছে ঘড়ি,পেছাচ্ছে যুগ ।
সদ‍্যোজাত‌ ভোর,তরুণী দিন,পৌঢ় রাতের
তীব্র চিৎকারে বীভৎস আর্তনাদ ,
টিকে থাকার চরম নিংড়ানো শিথিল প্রতিবাদে ।
আইনের হাতে বাঁকা পথে
খস্ খস্ কাগজের শব্দ সুখ ।


আহ্,
কী সুখ হিংস্রতায় !
একটি তো মরি লক্ষ বুক উঁচিয়ে বেড়াই,
পাতায় হিজিবিজি ধর্ষণে
হিসেব‌ মেলানো দায় ।
চল্ শতাব্দী,আমি ধর্ষকের খেতাব লাগিয়ে এগোই ।


২রা যুগের সাদা পাতে হলুদ ঠেকিয়ে-
এসো বর্ষ,
তোমায় নব‍্য নারীর রক্তে বরণ করি ।


রচনাকাল-০৪|০১|২০২০