মাধবী লতা, তুমি আমায় একমুঠো বৃষ্টি দিতে পারো?
আগুন রাঙ্গা পাঁজরের ইতিকথা ধুয়ে নেব,
আঁজলা ভরে মুছে নেব মন পোড়া দাগ ।


মাধবীলতা, এ প্রিয়তম ঠোঁট যে শরীরের পিপাসু !
তুমি নিত্য মৃত লাশ,এক লাশের খবর দিতে পারো?
আমি তার শিয়রের কাছে বসে,
তার হলদে পায়ে চুম্বন এঁকে,
তার মৃত্যু যন্ত্রণাকে অভিনন্দন জানাবো আমার বিছানায় ।


চলো মাধবীলতা, প্রজ্বলিত শেষ তারাটার কাছে যাই,
দেখছো এখনো তাঁর চোখে লোলুপ দৃষ্টি ।
সে যে তোমার আমার নগ্ন শরীর দেখেছে বহুবার ।


মাধবীলতা, প্রেম মানে কী অবারিত যৌনতা !
তবে ভালোবাসা মানে কী ?
যদি তাই হয়, তবে তো অনেক প্রেমিক রোজ আসে যায়,
এই ধরো যেমন আমি, আমিও তো তোমার প্রেমিক ।
তবে মনের মানুষ নই ।


হেসো না মাধবীলতা,
তোমার নোংরা গালি, কাজলের আড়ালে
আমি হাজার ব্যথা দেখতে পাই ।


তাং- ১৪|০৩|২০২০