নিজের ছায়ার উপর হিসি করেছিলাম একবার ।
                          সে রাগ করেনি
            আমার নামে কুৎসা রটায়নি !
  কতবার তার আকৃতি নিয়ে বিদ্রূপ করেছি
   সে প্রত্যুত্তরে আমায় গালমন্দও করেনি ।
       তার সরু ঘাড়, লম্বা মাথা
  কেবল আমাকেই অনুসরণ করে চলেছে
                                   যুগ থেকে যুগান্তরে ।


      রাত মরুময়, ভয় হয় ।
      নেই ।
চলে গেছে কোন সুখি ঘরে রাত উৎযাপনে ।
       তোমার জীবন্ত কোল বালিশ ,
কিংবদন্তী অভিনেত্রীর র‍্যাম্প ওয়াকে হাততালি      
                                                   চর্তুদিকে।
      ভালো আছো সৌদামিনী ?
   তোমার জন্য আজও রাত্রিবেলা
      ছায়া আমায় ছেড়ে দূরে থাকে ।