তোমরা সবাই আস্ত গাধা
   চাকরি চেয়ে মরো,
মুখের কথা ! পাচ্ছো ভাতা !
  ছেলে-জওয়ান-বুড়ো।


                      বসেই যখন মিলছে টাকা
                    বলো কি আর চাইবো কাকা,
                        মতিচ্ছন্ন না ধরলে কি
                         রাজপথে হয় জড়ো !


মুখের কথা ! পাচ্ছো ভাতা !
   ছেলে-জওয়ান-বুড়ো।


  এটাও ভেবে দেখো তবে-
চিন্তা নেই আর কি খাওয়াবে।
  জলদি বসো বিয়ের পিঁড়ি
সরকার'ই তো ঘর গোছাবে।


বিশ্ব-ভুবন তাঁর দিবানা,
এমন শাষক আর পাবে না।

                       জাগ্রত মোদের মা করোনা
                        মিটিং মিছিল কিচ্ছুতে না,
                       সরস্বতীর মাসতুতো বোন
                   আহা! এমন জুড়ি! না মেলে না।


ঝুঙ্কু সোনা আর কাঁদে না
বিদ্যালয়ে নাই বা গেলে,
কালি-খৃষ্ট-আল্লার বলে
ফুটছে টাকা কাশের ফুলে।


                     এই যে যারা চাকরি পেলো-
                        জীবনে কী দুঃখ বলো...
                    কোর্ট-কাছারি আলতো ছুঁলো
                     মায়ের ভোগে উজাড় হলো।


(আবার)
চোরের মায়ের বড়ো গলা,
শুরু হলো যাত্রাপালা,
কে বলেছে চাকরি যাবে-
তোমরা আমায় পাশেই পাবে...


                    কি যায় আসে আমার তাতে,
                       রথ ভিড়েছে উল্টোরথে
                      মাথায় শুধু খটকা এবার-
                  কোন তেলে চপ ভাজবো রাতে।।