আমার একটা মন খারাপের প্রয়োজন ।
আমি খাঁ খাঁ বুকের সবটুকু দিয়ে
আগলাতে চাই তাকে ।
সে উত্তুরে হাওয়ার সঙ্গে মিশে, পুবের শার্সি খুলে,
হু হু করে ভিড় জমাবে আমার কাঙ্ক্ষিত স্বপ্নের ঘরে ।
আমি দু'বাহু মেলে শুধুই অভিনন্দন জানাবো ।
এক এক করে দেখিয়ে দেব
আমার শোবার ঘর, আমার নিশাচর প্রাণ
এমনকি আমার লেখার টেবিল পর্যন্ত ।


যেদিন বৃষ্টি আসবে-
আমি তাকে নিয়ে ভিজতে বেরবো সবুজ কিংবা হলুদের বনে ।
সে জানে, আমি গোলাপ পছন্দ করি না ।


রাত্রি হলে-
কালো আকাশের একপাশে আমার বেদখল অংশটুকু চিনিয়ে দেব ।
সে জানে অধিকৃত অংশের উপর দিয়ে প্লেন উড়ে গেলে, সে প্রেমের দাম থাকে না ।


আমি আমার সবটুকু দুঃখকে দান করে দেব ।
স্বস্তির নিঃশ্বাসে ক্লান্ত নিব ফোটাব,
লিখে দেব একটা কথা- আহ্! কী দুঃখ ।


রচনাকাল-০৭|০৭|২০