অনেক রাত হলো,
ঘুমেরা ধর্মঘট ডেকেছে ভোর রাতে ।
বিছানা, খেয়ালে, ভাবনায় শুধুই শূন্যতা একরাশ,
আমি কী কিছু ভুল করেছি প্রিয়তমা !
আমার ঘ্রাণে নেশাতুর প্রশ্বাস দ্রুত গতিতে ছুটে যায়
দিক-দিগন্ত জুড়ে ঘন কালো মেঘের উত্তাল ,
রাশি রাশি ব‍্যথাদের বায়না মন পাড়ায় ।


এ রাত বড় নিষ্ঠুর ।
ধুলো জমা স্মৃতিতে ফুঁ দিয়ে দূরত্ব কমিয়ে দিচ্ছে আদরে ,এ রাত শুধু কাঁদায় ‌।‌


নূতন সঙ্গির চোখ তোমার চোখে,
তার কালো আঙুলের ছোঁয়ায় শিহরন,
আমি চাপা পড়ে গেছি মেকআপ্-এর তলায় ।
আমার অস্তিত্ব নেই সাধারণ মানুষের মৃত্যুর মতো ।
এ আকূলতা যেন কোন অদৃশ‍্য আত্মার অস্তিত্ব প্রমাণে প্রাণপণ চিৎকার ।
উফ্ ! কত নিষ্ঠুর, কত নিষ্ঠুর এ নিয়ম ।


অশ্লীল শব্দের বিস্ফোরণ ঘটাবো একদিন
সব ভুলে যাব । সব নিয়ম ভেঙে দিয়ে
ছুটে যাব সেই বারান্দায় ।
চুলের মুঠি ধরে সজোরে জাপটে ধরবো বুকে
লক্ষ বার ,ও ঠোঁট ছিঁড়ে বার করবো আমার অস্তিত্ব
তোমার দম বন্ধ হওয়া প্রতিবাদ তুচ্ছ হবে সেদিন ।
ও বুকে বুক ঠেকিয়ে আমার ব‍্যথার আঁচের অংশ তোমায় বুঝিয়ে দেব ।
জ্বালা জুড়াবে...


আর তারপর,জানিনা...
হাল্কা বুক, ফুরফুরে মেজাজ ,
বাঁচায় ক্লান্তি আসবে ।
ফুসফুস থামবে, মস্তিষ্ক ঘুমাবে,
হৃদপিণ্ড আনন্দে ধুকপুক ভুলে যাবে,
চোখ মুদে আসবে চিরায়ত শান্তির ঘুম,
শ্রী মুছে চন্দ্রবিন্দু আসবে নিয়মে ।
শুধু সমাজ তার পাশে একটা তকমা লাগাবে,
ধর্ষক...


(রচনাকাল- ১০ ই নভেম্বর ২০১৯)