তোমার কাজল টানা ভ্রমর চোখে
আঁকতে দেবে স্বপ্ন দুটি ?
এক আঁখিতে রাখব পরাণ,
অন্যটিতে যা আছে বাকি ।


জীবনবোধের মূল্য দিতে
টানবো দাঁড়ি নরম বুকে,
তাল বেতালে বাইবে খেয়া
দিনযাপনের ছক্কা গুটি ।
তোমার আবেগ ভেজা ঐ দু'চোখে
আঁকতে দেবে স্বপ্ন দুটি ?


মরুর ধূ ধূ মনের জমি
প্রেম যদিও বেজায় দামি,
একটা ঝড়ের সাধ্য কী বা-
উড়িয়ে নেবে সবটা মাটি !
তোমার স্বপ্ন সোহাগ চোখের কোণায়
#আঁকতে_দেবে_স্বপ্ন_দুটি ?


এক স্বপ্নে প্রেমিক নায়ে,
প্রেমের কেতন ওড়ার ছবি,
দুই কূলে মেঘ জটলা বেঁধে
মন হাতানোর ভরাডুবি ।


অন্য চোখে দূর পরিনাম -
শেল বেঁধা বুক রক্তপাতে ।
গহীন আঁধার বাঁচায় বিষম,
রবির ডুবন নীল প্রভাতে ।


তবুও জীবন তোমার এলোচুলে,
কাল সমরে চাইছে শীতলপাটি,
তোমার মন ভোলানো উষ্ণ নয়ন জুড়ে
আঁকতে দেবে রঙিন স্বপ্ন দুটি ?


রচনাকাল- ১২|০৫|২০২০