এই যে আকাশ তলে
    সে ধান কাটছে পলে পলে।
        থরে থরে সাজায় গোছা
            বইছে দলে দলে।
            
কোন সে সকাল বেলা
    দেখি প্রজাপতির মেলা
        তারি মাঝে আলো-ছায়ার
            লুকোচুরি খেলা।


শীতের কোন গাঁয়ে
    যখন হেঁটে চলে বায়ে।
        ভোরের শিশির মাড়ায় তখন
            কোমল নুপুর পায়ে।
            
যেদিকে তাকাই সবি
    যেন মনের মত ছবি।
        দেখে মাতোয়ারা হল
            এই যে উদাস কবি।


মেঘেরা ভেসে ভেসে
    যাচ্ছে কেমন বেশে।
        ছায়া হয়ে উড়ে বেড়ায়
            আমার বাংলাদেশে।