তোমাকে দেখবার আমার খুব লোভ,
চোখ রাখলেই তুমিই ছুঁয়ে দাও স্বরভ।
তোমার হাসিতে দিন ঝলমল করে,
মনটা দোল খায় মেঘেরই ভরে।
তুমি হেঁটে গেলে বাতাস থেমে যায়,
প্রতিটা ধাপে প্রেমের গান গায়।
তোমার চোখ মানে এক দুঃসহ আহ্বান,
হারাতে চায় মন— চিরকাল, অবিরাম।
বারবার দেখি, তবু মন ফেরে না,
তোমার ছবি হৃদয়ে মুছে যায় না।
তুমি আছো বলেই আকাশে রঙ,
তোমায় না দেখলে জীবন হয় সঙ।