আপন সত্তার কাছ থেকে পালিয়ে
যদিও কেউ কখনই শান্তি পায়নি,
তবুও হয়তো অনেকেই পালায়, পালাতে চায়।


আর ভালোবাসা ?
সেটা যদিও আপেক্ষিক এবং শাশ্বত, সত্য
তবুও কোনও কোনও ভালোবাসা যখন
শরীরের ঊর্ধ্বে গিয়ে আত্মাকে স্পর্শ করতে চায়
তখন আমার মনে হয়
"সে ভালোবাসার কাছ থেকে না পালানোই ভালো"।


বহুদিন, বহুযুগ ধরে পৃথিবীর আঁকা বাঁকা পথে
হেঁটে হেঁটে খুঁজে চলেছি যে প্রাণ ও আমার সমর্পণ
সে বুঝি তুমি, তুমিই সে, পালানোর পথ নেই এ চরে
আমি তাই সমর্পিত আজ, তোমারই আগ্রাসী আন্তরে।