যে উচ্চতায় ধনাত্মক ঋণাত্মক জেঁকে বসে
যে উচ্চতায় উঠলে ঘাড় কুঁজোও চেয়ে দেখে
সে উচ্চতার উচ্চারণে গ্রন্থিত হতে চাই বারবার।
আমার প্রতিটি পদক্ষেপ পোস্ট মর্টেম হোক
তির্যক শব্দগুলো জীবন পাক দুর্বল কণ্ঠে
ছুঁয়ে থাকুক নয়ন কর্ণিকা আমার সমস্ত পদক্ষেপে।
আমি ঐ উঁচুতে উঠে দেখতে চাই জীবন পিঠ
দু'ধারে কত শৈবাল জমেছে তুলনামূলক শৈলে
দেখতে চাই সেখানেও কে কী কোন চোখ রেখেছে।
দেখেছে কি সরোবর, কৈলাসের আদ্যোপান্ত ঘেটে
দেখেছে কি গুল্ম লতার ফাঁকে কত ফুলও ফোটে
জেনেছে কি কত পথ হেঁটে এ চূড়াই চূড়ান্ত অবশেষে!
তুলনার তুলনামূলক উচ্চতায় উঠে থাকি ঠোঁটে
আমার অস্তিত্ব ঘোষিত হোক কলম,কাগজ, কণ্ঠে
তবুও আমি থাকি, থাকতে চাই সেই সুউচ্চ প্রাধান্যে।