আমি দীর্ঘদিন নিশ্চুপ থেকেছিলাম- একা
দেখছিলাম পানিতে মাছের বৃদ্ধি,পোকাও
দেখছিলাম কচুরিপানারা কীভাবে জোট বাঁধে।
দলছুট মাছগুলো ভেসে ওঠে আর ডোবে না
আকাশ থেকে নেমে আসে চিল, তুলে নেয়।
আমি দেখছিলাম পানি কতটা ঘোলা হয়
কে কে নেমেছে, এসেও কে কে ফিরে গেছে
ভয়ে নামেনি অথবা ডুব দেয়নি কচুরিপানায়।
দেখছিলাম শামুক ডাঙায় ওঠে, আবার নামে
ওরাও দল বেঁধে থাকে পানির নিরাপদ অংশে
আমি জেলেদের যেতে দেখেছি বহুদিন বহুবার
অথচ কেন যেন আগ্রহ নেই জাল ফেলার,ভয়?
পকুরটা ভাঙছে আর ভাঙছে, পানিও কমছে
তবে কি পকুরটা নিজেই নিজেকে মারছে রোজ?
জেনে অথবা না জেনে ধসে পড়া মাটির নিচেও
রোজ চাপা পড়ে কচুরিপানা, শামুক অথবা পুঁটি
এটাও কি প্রকৃতির খেলা না কি একটি আত্মহত্যা?