তিমিরও রাত্রি
অন্ধকার,
জেগেছে বুকে
রোদন ও হাহাকার।


কেউ তো জানেনি
কান্না কেন
অশ্রুতে হব
এ গিরী পারাপার।


জ্বলছি আমি
পুড়ছি আমি
এ যেন বিরহী কারাগার।


কেউ নেই
কিছু নেই
অনলে বসতি আমার।


নেই কিছু আর
চাওয়া ও পাওয়ার
তোমারই অভাবে
জ্বলেপুড়ে আমিও অঙ্গার।