মেঘমুক্ত আকাশের নীলে এঁকে দিলাম আঁচড় চিহ্ন
একটা অবয়ব ভেসে উঠলো নিমিশেই হাসি ভরা চোখ
এর পর আমি হেঁটে চললাম সাহারার বুক চিরে দূরে।
এটাই আমার জীবন পথের অতিক্রান্ত সময়ের গল্প
আমার পা পুড়ে যায়, আমার তৃষ্ণা ঠোঁটে, বুক ধরফর
তবুও সেই চরিত্র আমাকে টিকিয়ে রাখে তপ্ত বালুতে।
যে ছবিটা আকাশে আঁকি, যে ছবিটা মেঘ হয় আমার
যে আঁচরে স্পষ্ট হয় কল্প রাজ্যের অষ্টাদশী তিলোত্তমা
সে আর কেউ না, আমার অতীত, আমার ভালোবাসা।
আমার বর্তমান ঘিরে যে আজও জীবনের তৈলচিত্র
যে না থেকেও অনন্ত শান্তির প্রিয়তমা, মুক্ত চকচক প্রেম
সে আজও আমার বেঁচে থাকার সুনির্দিষ্ট পথের পাথেয়।