শব্দের কিছু পলেস্তারায় যদি
ঢেকে ফেলা যেত জীবনের অবান্তর!
তাহলে আমিও কবি হয়ে উঠতাম
ঢেকে ফেলতাম ব্যক্তিগত সমস্ত ত্যাজ্য।
প্রতিদিন জীবন সংঘাতের লড়ায়ে
যেভাবে রোজ বিবেকের বাজারে উঠি
লাশের ভিড়ে লাশ হয়ে গন্ধ ছড়াই রোজ
ভেতরের সেই মৃত লাশটাকে ঢেকে দিতাম
আমিও কবি হয়ে মুখ খুলে কবিদের মতোই
গলা বাজিয়ে রোজ রোজ ঘোষণা দিতামঃ
আমিও মানুষ, আমিও নিখাদ প্রেমিক
আমিও পবিত্র, আমিও ন্যায্য, অপরিহার্য।