স্বপ্নের ছায়া ভরা মনে,
দীর্ঘশ্বাসে আলোকিত হৃদয়।
চোখের পাতায় অনেক রঙ,
মনের কাছে সুখের অভ্যুদয়॥


মন বলে, "এখন হারাব না,
আগামী আলোতে চলে যাব।"
আশার ঝর্ণায় বলবে শব্দ,
চিরদিনের স্বপ্নগুলির মায়ায়॥


দূরের দৃষ্টি সৃষ্টি করবে আশা,
বিচার করবে মন দূরত্বে।
প্রত্যক্ষ হবে স্বপ্নের ছায়া,
আলোতে ছড়াবে নানান ক্ষেত্রে॥


দীর্ঘশ্বাসে প্রত্যক্ষ করে সত্য,
আশা দিয়ে জীবনের সফর।
মনের সীমানায় দাঁড়িয়ে তুলে,
সমুদ্রের মত বিস্তর॥


সৃষ্টিতে একটি বিস্ময়ের সীমা,
দীর্ঘশ্বাসে এসেছে সুখকর।
জীবনের গানে একটি সুখানুভূতি,
ছোট্ট কবিতার মাধুর্য পুর॥