সে যেন এক প্রেয়সী,
অপরূপে রুপবতী।
অপলক তার চাহনি,
আমি মুগ্ধ হয়ে শুধু তাকে দেখি।


গোলাপ রাঙা ঠোঁটে তার মায়াবী হাসিতে,
ঝরে পড়ে কৃষ্ণচুড়ারা শেষ বিকেলে।
অনমনা হয়ে কি যেন ভাবায় তাকে,
মিষ্টি হাসির ঝলকে ঝরে পড়ে গোলাপ শেষে।