এ বাগান দেয় নি কিছুই
ফুলদানি ছাড়া,
নেই সুবাসিত কাঠগোলাপ কিংবা
কোনো স্নিগ্ধ জলের ধারা।
রিক্ততায় অবসন্ন ছন্দবিহীন
সুর সেধে যাই,
সে বাগান শুধু দিয়েছে
প্রারম্ভিকতার সুরের দোহাই।


অবিশ্রান্ত সময়ের স্রোতে
সুখগুলি সব অতীত,
জাগ্রত সব বেদনাগুলি
হয় ব্যাখ্যাতীত।
অব্যক্ত স্বপ্নগুলো প্রাণ
খুলে হাসে না,
না পাওয়ার পূর্ণতা
হয় শব্দহীনা।