কালের নিষ্ঠুরতায় আজ আমরা দু’জন যেন দু’মেরুর বাসিন্দা
তোমার স্মৃতি আমার নিঃসঙ্গতার মাঝে বিম্বিত তুমি
নির্ঘুম রাতে ক্ষীণ তারাগুলোয় শুনি আমাদের নিস্ক্রিয়তার নিন্দা
তবুও দূরাকাশে রূপোর থালার স্পর্শহীন তুমি
কথা তো ছিল না যে,রাত্তির আঁধার নিয়ে এলে ডুবে রব আঁধারেই
সম্মোহিত স্থবিরতায় মেনে নেব যাবতীয় পরাজয়
শৌভিক শুদ্ধচারিণী হয়ে বসে থাকাটা মানায় কেবল তোমাকেই
আমি তো স্বর্গ-মর্ত্য–পাতালে খোঁজব ভেঙ্গে তাবৎ বলয়।