পথের সৃষ্টি পথিক নাকি পথ পথিকের
দিশেহীন চলা সন্ধান না পেয়ে সঠিকের।
দূর্ভেদ্য তিমিরে পথহীন ঘুরি দিগ্বিদিক
যে দেখায় পথ,তুমি সেই আলোর ঝিলিক।
আজ যেপথে বাড়াই পা,তা তোমারই সৃষ্ট
দৃষ্টিহীন পথিকের তুমি পাল্টেছো অদৃষ্ট
যে পথের পথিক তুমি,দূর্গম পথ হেটে,
পারব কি তোমার মত হতে আমৃত্যু খেটে?